পিএসএলে কোচ হলেন ডোমিঙ্গো

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) আগে ড্যারেন গফকে প্রধান কোচের দায়িত্ব দেয় লাহোর কালান্দার্স। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগে সরে দাঁড়িয়েছেন ইংলিশ এই কোচ। গফের বদলি হিসেবে লাহোরের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে রাসেল ডোমিঙ্গোকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
নতুন দায়িত্ব পেয়ে ৫০ বছর বয়সী ডোমিঙ্গো বলেন, ‘পিএসএলের ২০২৫ মৌসুমে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। সেখানে কাজ শুরু করতে, ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে, ম্যানজমেন্টের সঙ্গে বোঝাপড়া গড়তে এবং দারুণ রোমাঞ্চকর একটি অভিযানের প্রস্তুতি শুরুর অংশ হতে তর সইছে না।’
২০১৯ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছিলেন ডোমিঙ্গো। তার আমলে কিছু স্মরণীয় জয়ের পাশাপাশি বিতর্কও হয়েছে চরম। শেষ পর্যন্ত ২০২২ সালের ডিসেম্বরে নানা বিতর্কের মাঝে অনেকটা বাধ্য হয়েই তিনি পদত্যাগ করেন। তার জায়গায় দ্বিতীয়বারের মতো প্রধান কোচ হয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে প্রথমবারের মতো দ্বিতীয় দফাতেও হাথুরুর বিদায় সুখকর হয়নি।
২০১১ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ হয়েছিলেন ডোমিঙ্গো। দুই বছর পর ২০১৩ সালে গ্যারি কার্স্টেনের বিদায়ের পর সব সংস্করণেই তিনি প্রধান কোচের দায়িত্ব পান। ২০১৭ সালে জাতীয় দল থেকে সরিয়ে তাকে আবার পাঠানো হয় ‘এ’ দলে।
চার বছরে তৃতীয় শিরোপা জিততেই ডোমিঙ্গোকে দায়িত্ব দিয়েছে লাহোর। আগামী ১১ এপ্রিল পর্দা উঠবে পিএসএলের এবারের আসরের। প্রথম দিনেই মাঠে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলবে লাহোর। আগামী মৌসুমে তাদের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের রিশাদ হোসেনকে।