ঈদ আনন্দের বার্তা দিলেন ক্রিকেট তারকারা

বাংলাদেশের মানুষের আবেগের অনেকটা জায়গাজুড়ে ক্রিকেট। ক্রিকেট আর বাংলাদেশ, যেন একই বৃন্তে দুটি ফুল। ক্রিকেটাররা যেমন খেলেন সাধ্যমতো, ভক্তরাও দিয়ে যান সমর্থন। পবিত্র ঈদুল ফিতরের উৎসবে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা।
সামাজিক যোগামাগমাধ্যমে পোস্ট করে শান্তি ও সৌহার্দ্যের বার্তা দিয়েছেন ক্রিকেটাররা। বাবা ও ছেলের সঙ্গে ছবি পোস্ট করে তাসকিন আহমেদ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা।’ মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আপনার ও আপনার পরিবারে মহান আল্লাহ নিয়ে আসুক অফুরান আনন্দ। ঈদ মোবারক।’
তাওহিদ হৃদয় তার ফেসবুকে বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ আপনার ও আপনার পরিবারের উপর রহমত নাযিল করুক। আল্লাহু আকবার, ঈদ মোবারক।’ মেহেদী হাসান মিরাজ লিখেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’
পরিবারের সদস্যদের সঙ্গে ছবি দিয়ে মুস্তাফিজুর রহমান বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। হাসিখুশি ও আনন্দময় ঈদের শুভেচ্ছা।’
ঈদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলামসহ অন্যান্য তারকারাও।
ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লিখেছে, ‘ঈদ মোবারক। ঈদের উন্মাদনায় আলোকিত হোক জীবন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি ঈদুল ফিতর কাটবে পরিপূর্ণ উল্লাস, আনন্দ ও আশীর্বাদের সঙ্গে।’