এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানাল ফিফা

বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশে খেলাটির ভক্ত অগণিত। সারা বছর ইউরোপিয়ান ফুটবলের আমেজ তো আছেই, বিশ্বকাপ এলে সেই মাত্রা বেড়ে যায় বহুগুণ। সর্বশেষ কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের ফুটবল পাগলামির কথা জেনেছে গোটা দুনিয়া। জেনেছে ফিফাও।
এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছে ফিফা। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার মূল্য অনেক। পড়াশোনার একটা বড় ধাপ এটি। এই পরীক্ষা কোনো অংশে উৎসবের চেয়ে কম নয়।
এমন উপলক্ষের আগে আজ ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পেজ থেকে শুভকামনা জানানো হয় বাংলা ভাষায়। বিশ্বজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বৃদ্ধাঙ্গুলি দিয়ে ‘থামস আপ’ দেখাচ্ছেন, যা বহন করে সাহস ও ভালো কিছু করার প্রেরণা। ছবির ক্যাপশনে লেখা— ‘এসএসসি পরীক্ষার শুভকামনা।’
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুসারে, এবার এএসসি পরীক্ষায় বসতে যাচ্ছে মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ। শুধু তাই নয়, বিগত পাঁচ বছরে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে।