কোচ হয়ে সাফে যাচ্ছেন ছোটন

গোলাম রব্বানী ছোটনের নাম বাংলাদেশের ফুটবলে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ নারী ফুটবল দলের প্রথম সাফ শিরোপা এসেছিল তার হাত ধরে। আজ যে নারী দলকে দেখছি আমরা, তার ভিত্তি গড়ে দিয়েছেন ছোটনই। সবার প্রিয় এই কোচ জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন দুবছর হতে চলল।
জাতীয় দলে না থাকলেও কোচ হিসেবে আবারও ফিরছেন বাংলাদেশ দলের সঙ্গে। আগামী ৯ থেকে ১৮ মে ভারতে বসবে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট। সেখানে যুবাদের সঙ্গে কোচ হিসেবে যাবেন ছোটন। সর্বশেষ সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
চলতি বছর জানুয়ারিতে বাফুফের একাডেমি এবং হেড অব ইয়ুথ হিসেবে দায়িত্ব নিয়েছেন ছোটন। অনুশীলন করাচ্ছেন একাডেমি দলকে। ছোটন যুব দলের দায়িত্ব নেওয়ায় এলিট একাডেমি সামলাবেন অন্য কোচ। তার নাম অবশ্য এখনও ঘোষণা করেনি বাফুফে।
সাফকে সামনে রেখে আগামী ১৭ এপ্রিল যশোরে শামসুল হুদা একাডেমিতে অনূর্ধ্ব-১৯ দলের আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে। সেখানে প্রায় ১০ দিন অনুশীলন করবেন ফুটবলাররা। তারপর বিকেএসপিতে টার্ফে নিজেদের ঝালাই করবেন তারা। কারণ, ভারতের অরুনাচলে অনুষ্ঠেয় সাফের ম্যাচগুলো হবে টার্ফে। সেভাবেই গড়ে তোলা হবে দলকে।