নাহিদ রানার হাতে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার

গতির ঝড় তুলে ক্রিকেটাঙ্গনে আলোড়ন তুলেছেন। বাংলাদেশের ক্রিকেটে একজন ফাস্ট বোলার আসবেন, যিনি কাঁপিয়ে দেবেন প্রতিপক্ষ ব্যাটারদের অন্তর। সেই প্রত্যাশা পূরণ করেছেন নাহিদ রানা। গত বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করেছেন। শোয়েব আক্তারের শহরে তুলেছেন ঝড়।
কেবল বাহবা নয়, নাহিদ পেয়েছেন স্বীকৃতিও। 'কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪'- এ বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে তার হাতে। বাংলাদেশ জাতীয় দলের ২২ বছর বয়সী পেসারের হাতে আজ শুক্রবার (১১ এপ্রিল) পুরস্কার তুলে দেন ক্রিকেট দলের কোচ ফিল সিমন্স ও সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত আয়োজনে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেয়ে আনন্দিত নাহিদ। তার লক্ষ্য দেশকে একটি শিরোপা এনে দেওয়া। খেলতে চান নিজের সেরাটা দিয়ে।
পুরস্কার হাতে নাহিদ বলেন, 'লক্ষ্য একটাই, ভালো কিছু করে দেশকে একটা ট্রফি এনে দেওয়া। এটা যদি করতে পারি, এরচেয়ে ভালো কিছু হবে না। নিজেও দেশের জন্য সবসময় ভালো খেলতে চাই। এটাই আসলে চাওয়া।'