বর্ষসেরা হওয়ার দৌড়ে মিরাজ-ঋতুপর্ণা

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় মনোনীতদের নাম। বিভিন্ন ক্যাটাগরিতে প্রতি বছর বর্ষসেরা ক্রিকেটার, ফুটবলার, অ্যাথলেটসহ সংগঠক ও সংস্থাকে পুরস্কৃত করে আসে বিএসপিএ। কুল-বিএসপিএ-র এই উদ্যোগে এবার বর্ষসেরা হওয়ার দৌড়ে আছেন মেহেদী হাসান মিরাজ, ঋতুপর্ণা চাকমা, নাহিদ রানা।
আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে ১৪টি ক্যাটাগরিতে মনোনীত ও চূড়ান্তদের তালিকা প্রকাশ করে বিএসপিএ। পপুলার চয়েজ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার মিরাজ, নাহিদ রানা ও ফুটবলার ঋতুপর্ণা চাকমা।
কেবল ক্রিকেটার ক্যাটাগরিতে মিরাজ, ফুটবলার ঋতুপর্ণা, আর্চারিতে সাগর ইসলাম, দাবায় মনন রেজা নীড়, উদীয়মান ক্রীড়াবিদ নাহিদ রানা ও বর্ষসেরা অ্যাথলেট হিসেবে চূড়ান্ত হয়েছে জহির রায়হানের নাম। বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল এবং বর্ষসেরা আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নাম ঘোষিত হয়েছে।
আগামী ১১ এপ্রিল বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা ও তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।