সিলেটে শুরু বাংলাদেশের অনুশীলন ক্যাম্প

এক সপ্তাহ পর শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল থেকে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটিকে সামনে রেখে আজ রোববার (১৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। স্কোয়াডের সবাই অবশ্য নেই আজ। ৮ জনকে নিয়ে অনুশীলন চালিয়ে গেছেন কোচ ফিল সিমন্স।
১৫ জনের স্কোয়াডে থাকা বাকি ৭ জন দলের সঙ্গে যোগ দেবেন আগামীকাল। এছাড়া, ৮ জন ক্রিকেটারসহ কোচিং প্যানেলের সবাই রয়েছেন দলের সঙ্গে। প্রথম দিনের ক্যাম্পে ছিলেন—অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
চোটের কারণে স্কোয়াডে নেই তাসকিন আহমেদ। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার তানজিম সাকিব।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হবে আগামী ২০ এপ্রিল থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ ২০-২৪ এপ্রিল। দ্বিতীয় ও শেষ টেস্ট চলবে ২৮ এপ্রিল-২ মে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।
জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক),মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।