সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু

বৃষ্টিতে পণ্ড হয়েছে প্রথম সেশন। তৃতীয় দিনের সকালটা ভাসিয়ে নিয়েছে বৃষ্টি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে মাঠে নামার অপেক্ষায় মধাহ্ন বিরতিও পার হয়েছে বাংলাদেশি ব্যাটারদের। অবশেষে শুরু হয়েছে আজ মঙ্গলবারের (২২ এপ্রিল) খেলা।
প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর মাঠে গড়িয়েছে সিলেট টেস্টের তৃতীয় দিন। জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা। জবাবে জিম্বাবুয়ে থামে ২৭৩ রানে, পায় ৮২ রানের লিড।
৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ১৩ ওভারে ১ উইকেটে ৫৭ রানে। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি আলো ছড়াতে পারেনি। ব্লেসিং মুজারাবানির বলে শিন উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান ইসলাম। তার ব্যাট থেকে আসে মোটে ৪ রান।
১৩ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ অবশ্য গতকাল বিকেলের বাকিটা সময় নির্বিঘ্নে কাটিয়েছে। মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক মিলে গড়েছেন ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি। জয় ২৮ ও মুমিনুল ১৫ রান নিয়ে মাঠে নেমেছেন। এই পিচে প্রতিপক্ষকে চতুর্থ ইনিংসে ২৫০ বা তার বেশি রানের লক্ষ্য দিলে অনেকটা নিরাপদ থাকা সম্ভব।