মোহামেডানকে হারিয়ে ডিপিএলের চ্যাম্পিয়ন আবাহনী

মোহমামেডানের সামনে সুযোগ ছিল ১৫ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারালে শেষ হতো দীর্ঘ অপেক্ষা। কিন্তু, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) মোহামেডান জিততে পারেনি। তাদের অপেক্ষা আরও বাড়িয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ঢাকা আবাহনী।
সাদাকালোদের বিপক্ষে ৬ উইকেটের জয়ে ডিপিএলে হ্যাটট্রিক শিরোপা জিতেছে আবাহনী। সবমিলিয়ে, প্রিমিয়ার লিগে ধানমন্ডির ক্লাব জিতেছে নিজেদের ২৪তম শিরোপা। আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। জবাবে ৪০.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে আবাহনী।
আগে ব্যাটিংয়ে নামা মোহামেডানকে ভালো সংগ্রহের ভিত গড়ে দেন এই ম্যাচে অধিনায়কত্ব করা রনি তালুকদার। এই ওপেনার খেলেন ৪৭ বলে ৪৫ রানের ইনিংস। ৫৬ বলে ৪২ রান করেন ফরহাদ হোসেন। দুজনের গড়া ভিতের ওপর দাঁড়িয়ে ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম। রিয়াদ ও আরিফ দুজনই বিদায় নেন ৫০ রানে। এরপরই থেমে যায় মোহামেডানের রানের চাকা। আড়াইশর বেশি রানের সম্ভাবনা জাগিয়েও থামতে হয় ২৪০ রানে।
সাদামাটা লক্ষ্যের পিছু ছুটতে কষ্ট হয়নি আবাহনীর।তা আরও সহজ করে দেন জিসান আলম। ৫৩ বলে ৫৫ রানের ইনিংসটি মসৃণ করে আবাহনীর শিরোপার পথ। সে পথে গিয়ে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৬৫ বলে অপরাজিত ৭৮ রানের দুর্দান্ত ইনিংস এবং মোহাম্মদ মিঠুনের ৭৯ বলে অপরাজিত ৬৬ রান আবাহনীকে এনে দেয় শিরোপার স্বাদ।