শাস্তির মেয়াদ বাড়ল হৃদয়ের

গত কয়েকদিনে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম—তাওহিদ হৃদয়। বাংলাদেশ দলের এই তারকা চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন মোহামেডানের জার্সিতে। তামিম ইকবালের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব হৃদয়ের কাঁধে। কিন্তু, তিনি আলোচনায় অন্য কারণে।
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে মাঠে জড়ান কথার লড়াইয়ে। যার রেশ ধরে নিষিদ্ধ হন। দুই ম্যাচের সেই নিষেধাজ্ঞা প্রথমে কমিয়ে এক ম্যাচে আনে কর্তৃপক্ষ, এরপর আবার তাকে দেওয়া হয় দুই ম্যাচের নিষেধাজ্ঞা। যা নিয়ে নাটক চলেছে কয়েকদিন।
এসবের মাঝে নতুন করে চার ম্যাচ নিষিদ্ধ হলেন হৃদয়। ডিপিএলে শনিবার (২৬ এপ্রিল) গাজী গ্রুপের বিপক্ষে আউট হয়ে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। এতে তাকে লেভেল-১ অপরাধের জন্য ম্যাচ রেফারি তাকে ১ ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এতেই বিপদে পড়েছেন হৃদয়।
আগে থেকেই ৭ ডিমেরিট পয়েন্ট পাওয়া হৃদয়ের এখন ডিমেরিট পয়েন্ট ৮টি। নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় ৮ ডিমেরিট পয়েন্ট পেলে তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই নিষেধাজ্ঞার বিপরীতে কোনো আপিল করার সুযোগ নেই। ফলে, চার ম্যাচের জন্য ডিপিএলে নিষিদ্ধ হলেন হৃদয়। মিস করবেন আবাহনীর বিপক্ষে মোহামেডানের পরবর্তী ম্যাচ, যে ম্যাচে নির্ধারিত হবে এবারের ডিপিএলের শিরোপা।