অনলাইনে হয়রানির বিরুদ্ধে ইউএনডিপি ও পাঁচফোড়নের ক্যাম্পেইন
অনলাইনে হয়রানির বিরুদ্ধে প্রতিবাদবিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ (ইউএনডিপি বাংলাদেশ) এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পাঁচফোড়ন।
আগামীকাল (১৮ জুন) ‘স্টপ সাইবার বুলিং ডে’-কে সামনে রেখে পাঁচফোড়নের উদ্যোগে এবং ইউএনডিপি বাংলাদেশ ও ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ-এর সহযোগিতায় ১০ দিনব্যাপী একটি ক্যাম্পেইন শুরু করা হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর জুন মাসের তৃতীয় শুক্রবার দিবসটি বিশ্বব্যাপী পালন হয়ে আসছে।
পাঁচফোড়ন সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাত ৯টায় ইউএনডিপি এবং পাঁচফোড়নের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরীর একটি ভিডিও-বার্তা প্রকাশের মাধ্যমে ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয়। এ ছাড়া ৯ জুন থেকে ১৮ জুন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায় সাইবার বুলিং নিয়ে একটা করে ভিডিও প্রচার করা হচ্ছে, যাতে এ পর্যন্ত অংশ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের তারকারা।
এই ক্যাম্পেইনটির মাধ্যমে অনলাইনে মিডিয়া তারকাসহ যে কারও বিরুদ্ধে হয়রানিমূলক আচরণ বন্ধে সচেতনতা এবং যেকোনো হয়রানির বিরুদ্ধে চুপ না থেকে প্রতিবাদ করায় উৎসাহিত করে তোলা হচ্ছে।
চঞ্চল চৌধুরী বলেন, ‘আমরা চুপ থাকি বলেই সাইবার বুলিংয়ের মতো ক্রাইম যারা করে, তারা শক্তিশালী হয়ে যাচ্ছে। এ কারণেই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আপনাকে সতর্ক থাকতে হবে, প্রতিবাদ করতে হবে।’
উল্লেখ্য, সম্প্রতি মা দিবসে ফেসবুকে চঞ্চল চৌধুরীর তাঁর মায়ের সাথে দেওয়া এক ছবিতে কুরুচিপূর্ণ কিছু মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। অনলাইনে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হওয়া অনেক তারকাই তখন এই প্রতিবাদে শামিল হয়েছিলেন।
১০ দিনব্যাপী চলা ‘হ্যাশট্যাগ MyResponse’ ক্যাম্পেইনটিতে ‘অনলাইন হয়রানির বিরুদ্ধে ‘রেসপন্স’ করাই আমাদের রেসপনসেবলিটি’ স্লোগানে পাবলিক ফিগারদের সাথে নেটিজেনরাও তাঁদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদে শামিল হচ্ছেন।
পাঁচফোড়ন ও ইউএনডিপির যৌথ উদ্যোগের এই ক্যাম্পেইনে চঞ্চল চৌধুরী ছাড়াও যুক্ত আছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, আশনা হাবিব ভাবনা, মুমতাহিনা চৌধুরী টয়া, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম, বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদপাঠিকা তাসনুভা আনান শিশির, কার্টুনিস্ট মোরশেদ মিশু, লেখক সাদাত হোসাইন ও কনটেন্ট ক্রিয়েটর মাশরুর ইনানসহ (কিটো ভাই) অনেকে।
পাঁচফোড়ন ও ইউএনডিপির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিভিন্ন তারকাদের তিক্ত অভিজ্ঞতা এবং হয়রানির বিরুদ্ধে তাদের প্রতিবাদী রেসপন্স ভিডিও ক্যাম্পেইনের পুরো সময় প্রচার করা হবে। সাধারণ মানুষও এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করছেন #MYRESPONSE ব্যবহার করে। এ পর্যন্ত এই ক্যাম্পেইনের ভিডিওগুলো ফেসবুকে প্রায় দুই মিলিয়ন মানুষ দেখেছেন এবং প্রায় ১০ হাজারের ওপরে শেয়ার করা হয়েছে।
এই ক্যাম্পেইনে একাত্মতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি কিংবা সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সবাই সোচ্চার হবেন, এমন আশা আয়োজকদের।