ফের টেকনোর শুভেচ্ছা দূত মেহজাবীন
গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো মোবাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দ্বিতীয় বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
টেকনোর প্রচার ও প্রসারের কাজ কারার উদ্দেশ্য নিয়ে গত বছর প্রথম বারের মতো ব্র্যান্ডটির সাথে চুক্তিবদ্ধ হন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
টেকনোর সঙ্গে চুক্তি বাড়ানো প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, “দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে থাকা স্মার্টফোন ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে আমি সম্মানিত হয়েছি। টেকনো ব্যবহারকারীদের মাঝে প্রবল সৃজনশীল মানসিকতা রয়েছে, যেটি আমি উপভোগ করেছি। ব্র্যান্ডটির যে বিষয়টি আমি বিশেষভাবে পছন্দ করেছি, সেটি হলো ব্র্যান্ডটি তার স্লোগান ‘স্টপ অ্যাট নাথিং’-এর মতোই সত্য বলে। আর টেকনো সমসাময়িক স্মার্টফোন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করে। আমি বিশ্বাস করি, এ বছর আরও উন্নত ও উদ্ভাবনী প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন নিয়ে আসার মাধ্যমে টেকনো বাজারে তাদের উপস্থিতি আরও জোরদার করবে।”
টেকনোর সিইও রেজওয়ানুল হক বলেন, ‘মেহজাবীন চৌধুরীর সাথে আবারও থাকতে পেরে আমরা আনন্দিত। মেহজাবীন বরাবরই পরিবর্তনশীল চিন্তাভাবনাসম্পন্ন একজন ব্যক্তি। তিনি যেভাবে সাহসের সাথে তাঁর অভিনয়কে প্রতিনিধিত্ব করছেন, সেভাবেই তিনি এই প্রতিযোগিতাপূর্ণ স্মার্টফোনের বাজারে টেকনোকে সাহসের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। টেকনো সব সময়ই তরুণদের প্রাণোচ্ছল মানসিকতাকে অনুপ্রাণিত করে। আর সেটি সম্ভব হয়েছে কেবল উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তিসমৃদ্ধ স্মার্টফোন বাজারে আনার মাধ্যমে।’
টেকনো মোবাইলের লক্ষ্য তরুণদের কাছে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে জায়গা করে নেওয়া। যেমন গত বছর মেহজাবীন চৌধুরী সেটি অনেকটাই করে দেখিয়েছেন। এ বছর পুনরায় চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে টেকনোর সেই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।