এবার সিনেমায় দেখা যাবে মেহজাবীনকে?
নাটকের জনপ্রিয় তারকারা ওয়েবে ঝুঁকছেন, সেই তালিকায় আছে মেহজাবীন চৌধুরীর নামও। এই যেমন আজ মুক্তি পাচ্ছে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’, ছয় পর্বে সিরিজটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ।
তাহলে নাটকের অন্য জনপ্রিয় তারকাদের মত মেহজাবীনও নাটক ছাড়ছেন। এই প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘আমি নাটকেরই মেয়ে। যারা আমাকে নাটকের রাণী বলে তারা সেটা ভালোবেসে বলে। আর আমি কিন্তু একবারও বলিনি যে নাটক ছেড়ে দিয়েছি। যে জায়গা থেকে আমার উত্থান এবং এত পরিচিতি সে জায়গাকে ছাড়ার কোন সুযোগ নেই। যেহেতু এখন ওটিটির কাজ করছি তাই হয়তো নাটক করা হচ্ছে না। তাছাড়া মনের মত স্ক্রিপ্ট পেলে আবারও নাটক করবো। আর আমাদের প্রত্যেকেরই তো একটা সময় জায়গা ছাড়তে হবে। এখন নতুন যারা কাজ করছে তাদের অনেকেই ভালো করছে। অনেকে চেষ্টা করছে। তাদের জন্য সবসময় আমার শুভকামনা থাকবে।’
মেহজাবীনের এই লম্বা বক্তব্যে ‘মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করবো’ এই কথায় স্পষ্ট তিনি নাটক ছাড়ছেন। তাহলে কী ওয়েব সেরে সিনেমায় নাম লেখাবেন তিনি।
মেহজাবিন যেটা বলছেন সেটা এমন, ‘আমরা যারা শিল্পী তাদের কাজ অভিনয় করা, সেটা যেকোন মাধ্যমেই হতে পারে। আমি শুধু কাজটা করে যেতে চাই। ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই কাজ করবো। সেটা টেলিভিশনের জন্য হতে পারে, ওটিটি হতে পারে কিংবা সিনেমাও।’
সঙ্গে ঢালিউডের দুই নায়কের প্রসঙ্গ টেনে মেহজাবীন বলছেন, ‘‘এখন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। দর্শকরা হলে আসছে। আরিফিন শুভ ভাইয়ার ‘ব্ল্যাক ওয়ার’ চলছে। তিনি এই ছবিটার জন্য অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। তার এই পরিশ্রমকে সাধুবাদ জানিয়ে হলেও সবার উচিত সিনেমাটা দেখা। এরপর সিয়াম আহমেদের একটা সিনেমা দেখেছি যেটার নাম ‘মৃধা বনাম মৃধা’। এই ছবিতে সিয়াম খুবই চমৎকার অভিনয় করেছেন। এছাড়া প্রত্যেকেই অনেক ভালো করেছেন। ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে এত ভালো ভালো ছবি হচ্ছে, সেগুলো সাপোর্ট পেলে সামনে আরও ভালো ভালো সিনেমা হবে বলে মনে করি।’’