ভ্যাকসিনের ভুল তথ্যে লাইক দিলেও সতর্ক করবে ফেসবুক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কোভিড-১৯ এবং এর ভ্যাকসিন নিয়ে ভুল তথ্যের প্রচার রোধে নতুন ফিচার চালু করেছে। নতুন এই ফিচারের মাধ্যমে কোভিড-১৯ ও ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য শেয়ার করা পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করলে ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠাবে ফেসবুক।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট প্রতিবেদনে জানিয়েছে, ওই নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের করোনা নিয়ে ভুল তথ্যের ব্যাপারে সতর্ক করা হবে। এ ছাড়া কেউ করোনা নিয়ে ভুল তথ্য শেয়ার করলে সেটি সরাসরি মুছে দেবে ফেসবুক। তবে ব্যবহারকারীকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে, ঠিক কী কারণে তথ্যটি সরিয়েছে ফেসবুক।

এর আগেও ফেসবুক করোনা নিয়ে সতর্ক অবস্থানে ছিল। যেমন করোনা নিয়ে কোনো লেখা প্রকাশের আগে সতর্ক করে ফেসবুক। নতুন এই ফিচারের ফলে ফেসবুকে করোনাভাইরাস সম্পর্কিত ভুল তথ্য ছড়িয়ে পড়ার হার কমবে বলে আশা করা হচ্ছে। তবে ফিচারটি বিশ্বব্যাপী কবে আর কীভাবে কাজ করবে, এ প্রসঙ্গে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।