ভ্যাকসিনে নিরুৎসাহিত করা বিজ্ঞাপন নিষিদ্ধ করবে ফেসবুক

মানুষকে ভ্যাকসিন নিতে নিরুৎসাহিত করা বিজ্ঞাপন নিষিদ্ধ করবে বলে জানিয়েছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফ্লু ভ্যাকসিনের তথ্য নিয়ে গতকাল মঙ্গলবার নতুন প্রচার কার্যক্রমের উদ্বোধন করে এ ঘোষণা দেয় কোম্পানিটি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।
কোভিড-১৯ ভ্যাকসিনসহ অন্যান্য ভ্যাকসিন সম্পর্কিত সরকারি ও আইনি নীতির সমালোচনা করা বিজ্ঞাপন পোস্ট এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে ফেসবুকে। তবে শিগগিরই তা বন্ধ হয়ে যাবে।
ভ্যাকসিনবিরোধী প্রচার চালানোর সুযোগ থাকায় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা এবং বিশ্বব্যাপী জনস্বাস্থ্য নিয়ে কাজ করা গোষ্ঠীগুলোর দিক থেকে চাপে রয়েছে মাসিক ২৭০ কোটি ব্যবহারকারীর এই সামাজিক মাধ্যমটি।

ভ্যাকসিন সম্পর্কিত ভুল তথ্য ও ভুয়া খবর দেওয়া পোস্ট ও বিজ্ঞাপন বন্ধে ফেসবুকের ব্যবস্থা রয়েছে। তবে কেউ চাইলে ভ্যাকসিনবিরোধী অবস্থান তুলে ধরে যৌক্তিক পোস্ট দিতে পারেন। এতে আপত্তি তুলেছেন স্বাস্থ্য খাত-সংশ্লিষ্টরা।
কিছুদিন আগে ফেসবুকের পাবলিক পলিসি ব্যবস্থাপক জেসন হির্স রয়টার্সকে বলেছিলেন, ফেসবুক বিশ্বাস করে, ব্যবহারকারীদের ব্যক্তিগত ভ্যাকসিনবিরোধী ব্যক্তিগত মতপ্রকাশের অধিকার রয়েছে। ভ্যাকসিনবিরোধী অবস্থান থেকে বেশি কড়াকড়ি আরোপ করলে মানুষ আরো ভ্যাকসিনবিরোধী হয়ে উঠতে পারে।
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফের সঙ্গে যৌথভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিমূলক সচেতনতা প্রচারে কাজ করছে ফেসবুক।