২০২০ সালে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে যোগ দিয়েছে কত জন?

ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের লোগো। ছবি : সংগৃহীত
বর্তমানে ইন্টারনেট যেন মানুষের অলিখিত মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। এ সময়ে এসে ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার ব্যবহার করে না, এমন মানুষ পাওয়া যেন ভার।
২০২০ সালে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে নতুন করে কত জন ব্যবহারকারী যোগ দিয়েছে, সেই তালিকা দেখলে অবাক হওয়ার মতো।
সোশ্যালবেকারস ডটকমের বরাতে ২০২০ সালে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে যোগ দেওয়া ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেছে ইন্ডিয়া টিভি। প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরে টুইটারে নতুন করে যোগ দিয়েছে ৩৫ কোটি ব্যবহারকারী। আর ফেসবুকে যোগ দিয়েছে ২৭০ কোটি ব্যবহারকারী। অন্যদিকে, ইনস্টাগ্রামে যোগ দিয়েছে ১১৬ কোটি ব্যবহারকারী।
এই তথ্য বিশ্লেষণ করে বলা যায়, ফেসবুকের মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয়তায় পাল্লা দিতে পারছে না টুইটার।