ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হলো নেটফ্লিক্স

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক অন ডিমান্ড ভিডিও স্ট্রিমিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নেটফ্লিক্স কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, তারা পৃথিবীর মোট ১৩০টি দেশকে নিজেদের সেবার আওতায় নিয়ে এসেছে।
রমরমা অনলাইন পাইরেসির এই যুগে নিঃসন্দেহে তা ছিল আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা। কিন্তু ভিডিও স্ট্রিমিং এই সেবার অন্যতম গ্রাহক দেশ ইন্দোনেশিয়া নেটফ্লিক্স নিষিদ্ধ করেছে। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত সহিংসতাপূর্ণ ভিডিও এবং অশ্লীল চলচ্চিত্র প্রচারের দায়ে নেটফ্লিক্সকে দায়ী করেছে ইন্দোনেশিয়ার সরকারি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘টেলিকম ইন্দোনেশিয়া’। এ ছাড়া ইন্দোনেশিয়ায় ব্যবসা করার জন্য প্রয়োজনীয় পারমিট-সংক্রান্ত কাগজেরও অভাব রয়েছে নেটফ্লিক্সের।
ইন্দোনেশিয়ান সংবাদপত্র ‘জাকার্তা পোস্ট’-কে পাঠানো এক বার্তায় টেলিকম ইন্দোনেশিয়ার কর্তাব্যক্তিরা জানিয়েছেন, মূলত পারমিট-সংক্রান্ত ঝামেলা আর ইন্দোনেশীয় মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ নানা সিনেমা, ভিডিও ইত্যাদির প্রচারের কারণেই নেটফ্লিক্সের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম জনবহুল দেশ। দেশটির প্রায় ২৫ কোটি মানুষের অনেকেই দ্রুতগতির ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হলেও প্রযুক্তিবিষয়ক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো ইন্দোনেশিয়ার বিশাল বাজারে প্রবেশ করতে আগ্রহী।
দেশটির অপেক্ষাকৃত স্বাধীন মিডিয়াও এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। সেদিক দিয়ে নেটফ্লিক্সের জন্য এ ধরনের নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
অবশ্য এ রকম অভিজ্ঞতা এই প্রথম নয় নেটফ্লিক্সের জন্য। এর আগে কেনিয়া আর ভিয়েতনামের বাজারে প্রবেশের সময় সেন্সর বোর্ডের কড়াকড়ির মধ্য দিয়ে যেতে হয়েছিল নেটফ্লিক্সকে।