ট্যাবের বিক্রি বাড়বে এ বছর
এ বছর প্রযুক্তি পণ্যগুলোর মধ্যে বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি বাড়বে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি। এ বছর প্রায় আড়াই কোটি গেজেট বিক্রির বাজার রয়েছে, যার মধ্যে ট্যাবলেটের বিক্রি এগিয়ে থাকবে বলে গবেষণায় দাবি করা হয়েছে।
কাজের সুবিধার জন্য ট্যাবলেটকে বলা হয় ‘টু ইন ওয়ান’ ডিভাইস। কারণ, একই সঙ্গে ল্যাপটপ ও ফোনের কাজ করে এটি। আইডিসির গবেষণা পরিচালক জ্যঁ ফিলিপ বলেন, ‘গত বছরের শেষ প্রান্তিকে আমরা যে রকম বিক্রি আশা করেছিলাম তা হয়নি, তাই এ বছরে আমাদের প্রত্যাশা কম।’
জ্যঁ ফিলিপ আরো বলেন, ‘বছরের প্রথমাংশে ট্যাবলেটের বিক্রি হয়তো আশানুরূপ হবে না, তবে শেষের দিকে গিয়ে ট্যাবলেটের বিক্রি বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণ, বছরের মাঝামাঝিতে উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন বাজারে আসার কথা রয়েছে। সে সঙ্গে বড় পর্দার আইপ্যাড নিয়ে আসার ঘোষণা দিয়েছে অ্যাপল। এ দুই কারণে ট্যাবলেটের বিক্রি অন্যান্য গেজেটের চেয়ে বাড়তি হতে পারে।’
গত বছর আইপ্যাডের বিক্রি আশানুরূপ হয়নি। কারণ, ক্রেতার পছন্দের শীর্ষে ছিল বড় আকারের পর্দার স্মার্টফোন। আর এ সময়ে অধিক পাতলা নোটবুক, ল্যাপটপ বাজারে থাকায় ট্যাবের বদলে সেগুলো বিক্রি হয়েছে বেশি।
২০১৩ সালে ট্যাবলেটের বিক্রি বেড়েছিল ৫২ দশমিক ৫ শতাংশ হারে। অবশ্য পরের বছর তা বেড়েছে মাত্র ৪ দশমিক ৪ শতাংশ হারে। আগামী পাঁচ বছরে ট্যাব বিক্রির হার আরো বাড়বে বলে ধারণা করছেন বাজার গবেষকরা।