২০২৫ সালের মধ্যেই মঙ্গলে মানুষ যাবে?

প্রযুক্তি-বিশ্বে অ্যালেন মাস্ককে চেনেন না, এমন মানুষ খুব কম। উচ্চাভিলাষী সব পরিকল্পনা আর তা বাস্তবায়নের জন্য বিস্তর টাকা ঢেলে দক্ষিণ আফ্রিকার এই ব্যবসায়ী ও উদ্যোক্তা বিশ্বজুড়ে বিপুল পরিচিতি পেয়েছেন।
এবার তিনি ঘোষণা দিলেন রীতিমতো বিস্ময়কর এক পরিকল্পনার। মাস্ক বলেছেন, তাঁর মহাকাশ-বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘স্পেস এক্স’ ২০২৫ সালের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে।
শুধু তা-ই নয়, তিনি স্বয়ং নাকি আগামী পাঁচ বছরের মধ্যেই মঙ্গলে সফর করতে যাবেন! এ খবর জানিয়েছে এনবিসি নিউজ।
হংকংয়ে আয়োজিত ‘স্টার্ট মি আপ’ উৎসবে মাস্ক এসব কথা বলেন। তিনি নিজে নাকি মঙ্গল যাত্রার জন্য শারীরিক প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। অবশ্য তাঁর ভাষ্যমতে, ‘শূন্যে ওজনহীন অবস্থায় ভেসে বেড়ানোর ব্যাপারটি এমন কোনো দুঃসাধ্য কাজ নয়।’
মাস্ক সাংবাদিকদের তাঁর প্রতিষ্ঠান ‘স্পেস এক্স’ মঙ্গল গ্রহের জন্য কীরূপ প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়েও একটা ধারণা দেন।
চলতি বছর সেপ্টেম্বরে মেক্সিকোর গুয়াদালাজারাতে আয়োজিত এক অনুষ্ঠানে স্পেস এক্সের অত্যাধুনিক মহাকাশযান প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে দেখলে মাস্কের এই পরিকল্পনা কিন্তু রীতিমতো আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। কেননা, খোদ মার্কিন গবেষণা সংস্থা নাসা, যারা কি না মহাকাশ গবেষণার ক্ষেত্রে একরকম অপ্রতিদ্বন্দ্বী বলে বিবেচিত, তারাই মঙ্গলে মানুষ পাঠানোর জন্য সম্ভাব্য সময় হিসেবে নির্দিষ্ট করেছে ২০৩০ সালকে! মাস্কের পরিকল্পনার পাঁচ বছর পর।
তবে কে আগে মঙ্গলে পৌঁছাবে, এ নিয়ে মাস্কের মোটেই কোনো মাথাব্যথা নেই। তাঁর মতে, মঙ্গলে মানববসতি স্থাপন করা মানবসভ্যতার জন্য খুবই প্রয়োজনীয় একটি পদক্ষেপ এবং সেই কর্ম যত দ্রুত সম্পাদন করা যায়, ততই মঙ্গল।