ইয়াহু কিনতে চেয়েছিলেন স্টিভ জবস
আগামী ২৪ মার্চ প্রকাশিত হবে স্টিভ জবসের জীবনীভিত্তিক বই ‘বিকামিং স্টিভ জবস : দ্য এভোলিউশন অব অ্যা রেকলেস আপস্টার্ট ইনটু অ্যা ভিশনারি লিডার’। আর এই বইতেই উঠে এসেছে স্টিভের জীবনের জানা-অজানা অনেক কিছু।
যুক্তরাষ্ট্রে অ্যামাজন ডটকমের মাধ্যমে আগাম অর্ডার দেওয়া যাচ্ছে বইটির জন্য। অবশ্য তার আগেই বইয়ের একঝলক দেখার সুযোগ পেয়েছেন কুল্টোফ ম্যাক। নিজের সেই অভিজ্ঞতা থেকে জবসের জীবনের না জানা বেশিকছু কথা জানিয়েছেন তিনি।
বইতে নাকি আছে, অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক তাঁর যকৃতের একটি অংশ দিতে চেয়েছিলেন জবসকে। আরো মজার ব্যাপার হচ্ছে, ডিজনির সাথে মিলে ইয়াহু কিনতে চেয়েছিলেন জবস!
ব্যাপারগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে যদি এগুলো ঘটত তাহলে তথ্যপ্রযুক্তি জগতের ইতিহাসটাই হয়তো অন্যরকম হতো । জবসের এই আত্মজীবনী যৌথভাবে লিখেছেন সাংবাদিক ব্রেন্ট শ্লেন্ডার ও রিক টেজেলি। তাঁরা লিখেছেন, বস স্টিভ জবসের শারীরিক অসুস্থতার কষ্ট মেনে নিতে পারেননি টিম কুক। তাই নিজের শরীরের অংশ দিয়ে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন নিজের বসকে। জবস ও কুকের রক্তের গ্রুপও মিলে গিয়েছিল। নিজের যকৃতের অংশ দিতেও প্রস্তুত ছিলেন কুক। কিন্তু জবসকে বলা মাত্রই তিনি নিষেধ করে দিয়েছিলেন। টিম কুকের জবানিতে বইয়ে লেখা হয়েছে, ‘আমার কথা পুরোটা শেষ করতে দেননি জবস। মুখের ওপর না বলে দিয়েছিলেন।’ এটা কখনোই সম্ভব নয় বলে কুককে সোজা জানিয়ে দিয়েছিলেন জবস।
এ ছাড়া বইতে দাবি করা হয়েছে, অ্যাপলের প্রধান স্টিভ জবস এবং ডিজনির প্রধান বব ইগার মিলে ইয়াহু কিনে নিতে চেয়েছিলেন। এ ব্যাপারে কথাবার্তাও এগিয়েছিল দুজনের মধ্যে। সার্চ ইঞ্জিনের ব্যবসায় গুগলকে টেক্কা দেওয়ার জন্যই ইয়াহু কিনতে চেয়েছিলেন জবস।
আরো আছে! স্টিভ জবসের জীবনী নিয়ে লেখা আগের বই স্টিভ জবস-এর বিষয়ে গুরুতর অভিযোগ করেছেন অ্যাপলের ডিজাইন বিভাগের প্রধান জনি আইভি। তাঁর অভিযোগ, ওয়াল্টার ইসাকসন রচিত বইটিতে জবসের জীবনের অনেক কিছুই ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
জনি আইভি বলেছেন, জবস কখনোই চাননি অ্যাপল টিভি বানাক। কিন্তু ইসাকসন লিখেছেন, জবস তাঁকে বলেছেন অ্যাপলের টিভি নির্মাণ বিষয়ে তাঁর আগ্রহ ছিল।