আইফোনের জন্য নিজের সন্তানকে বিক্রি!

একটা আইফোনের শখ কার না থাকে! কিন্তু সাধ ও সাধ্যের সমন্বয় করা তো সব সময় সম্ভব নয়। তবে তাই বলে নিজের সন্তানকে বিক্রি করে আইফোন কেনার খায়েশ হওয়াটা নিঃসন্দেহে খুব বেশি বাড়াবাড়ি।
অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে চীনে। চীনা সংবাদমাধ্যম ‘পিপলস ডেইলি’র অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
ওই প্রতিবেদন মতে, যে চীনা দম্পতি আইফোনের জন্য নিজেদের সন্তানকে বিক্রি করে দিয়েছেন, তাঁদের বয়স মাত্র ১৯।
ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস ‘কিউকিউ’-এ তাঁরা মাত্র ১৮ দিন বয়সী ওই শিশুকে ২৩ হাজার চীনা ইয়েনের (১৫ হাজার মার্কিন ডলারের সমতুল্য) বিনিময়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল এই টাকা দিয়ে নতুন এক জোড়া আইফোন কেনা।
অনলাইনে নির্বিঘ্নে নিজেদের সন্তানকে বিক্রি করে দেওয়ার পর শুরু হয় পুলিশি ঝামেলা। যিনি ওই শিশুটিকে কিনেছিলেন, দুই দিনের মাথায় তিনিই পুলিশকে জানিয়ে দেন এই বেআইনি কাজের কথা। ফলে কর্তৃপক্ষ শিশুটির বাবাকে তিন বছরের কারাদণ্ড দেয়। তবে চীনা গণমাধ্যমগুলো ওই দম্পতির নাম পরিচয় প্রকাশ করেনি।
আর শিশুটির মায়ের বক্তব্য হলো, দারিদ্র্যের কারণে নিজের সন্তানকে ঠিকমতো বড় করতে পারবে না—এই ভয় থেকেই তাঁরা এই কাজ করেছেন। নিজের পেটের সন্তানকে এভাবে বিক্রি করে দেওয়া যে বেআইনি, তা-ও নাকি তিনি জানতেন না।
যদিও শিশুটিকে অনলাইনে বিক্রি করার সময় তাঁরা আইফোন কেনার কথাই বলেছিলেন। চীনে এ রকম ঘটনা নতুন নয় অবশ্য। বিপুল অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করলেও চীনের একটি বড় জনগোষ্ঠী চরম দারিদ্র্যের মধ্যে বাস করে।
এ ছাড়া রাষ্ট্রের এক সন্তান নীতি আর চীনা সমাজে পুরুষ সন্তানের চাহিদার কারণে অনেকেই এভাবে অনলাইনে নিজেদের সন্তানদের বিক্রি করে দেন বলে সন্দেহ করছে পুলিশ।