রোবট পোকা

মৌমাছির মতো ছোট আকৃতির রোবট পোকা, যাকে বসানো যায় কোনো দেয়ালে। এমন ভিন্ন ধরনের রোবট তৈরি করেছেন যুক্তরাজ্যের গবেষকরা।
বিবিসি জানায়, পোকা রোবট তৈরি করেছে যুক্তরাজ্যের হার্ভার্ড ইউনিভার্সিটির মাইক্রোরোবটিকস ল্যাবরেটরি। পরীক্ষাগারটি রোবো বি নামক প্রোগ্রাম হাতে নিয়েছে, যার লক্ষ্য হলো ১০ পেনি ধাতব মুদ্রার সমান রোবট উদ্ভাবন। গবেষকদের উদ্ভাবন নিয়ে নিবন্ধ প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স’।
গবেষকরা বলেন, পোকা রোবটের পা থেকে বিশেষ বৈদ্যুতিক চার্জ নির্গত হয়।
পোকা রোবট বানাতে গিয়ে গবেষকরা সবচেয়ে সমস্যায় পড়েন এর ব্যাটারির ক্ষমতা নিয়ে। ছোট আকৃতির হওয়ায় বৈদ্যুতিক চার্জ দ্রুত শেষ হয়ে যায়। এর সমাধানেই পোকা রোবট দেয়ালে লাগিয়ে রাখার পরিকল্পনা নেন তাঁরা। এটি বাস্তবায়নে পোকা আকৃতির রোবটের পায়ের দিকে সমান একটি অংশ বসানো হয়। যেখানে বিপরীতধর্মী চার্জ থাকে। এই চার্জের কারণেই পোকা রোবট দেয়ালে আটকে থাকে।
লন্ডনের ইমপেরিয়াল কলেজের রোবোটিকস বিভাগের পরিচালক মিরকো কোভাক বলেন, এমন ক্ষুদ্র রোবট বর্তমানে আবহাওয়া পর্যবেক্ষণের গবেষণায় কাজে লাগানো হয়। এ ছাড়া আগুন লাগার আশঙ্কা থাকা বনাঞ্চলের নজরদারির কাজে এসব রোবট ব্যবহার করা যায়।