ফেসবুকে ভিডিও কল
প্রথম দুদিনেই ১০ লাখ
ফেসবুক ম্যাসেঞ্জারে ভিডিও কল চালু হওয়ার পর প্রথম দুই দিনে ১০ লাখ কল করা হয়েছে। বর্তমানে ১৮টি দেশে ভিডিও কলের সুবিধা চালু রয়েছে। আরো বেশি দেশে এই সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন ফেসবুকের কর্মীরা।
ফেসবুক ম্যাসেঞ্জারের হেড অব প্রোডাক্ট স্ট্যান চুডনোভস্কি ম্যাশেবলকে বলেন, ‘আমরা ম্যাসেঞ্জারের এই অগ্রগতিতে বেশ সন্তুষ্ট’।
মোবাইল ফোনের মাধ্যমে আরো বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছাতে চাইছে ফেসবুক। গত বছরের এপ্রিলে ফেসবুক চালু করে ম্যাসেঞ্জার। ম্যাসেঞ্জারে এখন ছয় কোটি অ্যাক্টিভ ইউজার রয়েছে। এ সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা করছে ফেসবুক। সে জন্যই চ্যাটিংয়ের পাশাপাশি ভিডিও কলের অপশন যোগ করা হয়েছে। ফেসবুকের দেওয়া তথ্যমতে, বিশ্বের ১০ শতাংশ ভিওআইপি কল করা হয় এখন ম্যাসেঞ্জারের মাধ্যমে।
তরুণদের আকর্ষণ করার জন্য ম্যাসেঞ্জারকে আরো উন্নত সংস্করণ তৈরির কাজ করছে ফেসবুক। সে জন্য গত দুই মাসে ম্যাসেঞ্জারের সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। ফেসবুকের ডেভেলপাররা এতে নতুন নতুন সুবিধা যোগ করার জন্য কাজ করে চলেছেন।