এআই প্রতিযোগিতায় নতুন মাত্রা, ওপেনএআই আনল ‘ডিপ রিসার্চ’ টুল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/03/openai.jpg)
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ‘ডিপ রিসার্চ’ উন্মোচন করেছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) এই টুলটি উন্মোচন করা হয়। নতুন টুলটি স্বয়ংক্রিয়ভাবে গবেষণামূলক বিশ্লেষণ করতে পারবে, যা মানুষের জন্য সময়সাপেক্ষ কাজ। খবর এএফপির।
এই ঘোষণাটি এমন সময় এলো যখন চীনের নতুন এআই চ্যাটবট ‘ডিপসিক’ বাজারে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে আলোড়ন সৃষ্টি করেছে। কম খরচে উচ্চমানের পারফরম্যান্স দেওয়ায় ডিপসিক নিয়ে সিলিকন ভ্যালিতে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়েছে।
ওপেনএআই এক বিবৃতিতে জানিয়েছে, "ডিপ রিসার্চ এমন একটি এজেন্ট, যা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। ব্যবহারকারী কেবল একটি প্রম্পট দিলে এটি শত শত অনলাইন উৎস বিশ্লেষণ করে গবেষণা প্রতিবেদনের মতো বিশদ তথ্য উপস্থাপন করতে সক্ষম।"
ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান বর্তমানে টোকিওতে অবস্থান করছেন। সোমবার তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং সফটব্যাংক গ্রুপের প্রধান মাসায়োশি সন-এর সঙ্গে বৈঠক করবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘স্টারগেট’ প্রকল্পের অধীনে ওপেনএআই ও সফটব্যাংক কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোয় ৫০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করবে। এই প্রকল্পের লক্ষ্য যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তিকে আরও শক্তিশালী করা।
টোকিওতে অল্টম্যান ও সন প্রায় ৫০০ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে একটি ফোরাম আয়োজন করেছেন। সেখানে জাপানে নতুন এআই ডাটা সেন্টার ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/03/openai-inner.jpg)
নতুন হার্ডওয়্যার তৈরির পরিকল্পনা
এদিকে অল্টম্যান জাপানের নিক্কেই বিজনেস ডেইলিকে জানিয়েছেন, তিনি অ্যাপলের সাবেক ডিজাইন প্রধান জনি আইভের সঙ্গে মিলে নতুন ধরনের এআই-ভিত্তিক হার্ডওয়্যার তৈরি করতে চান। তবে এটি বাজারে আনতে কয়েক বছর সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।
ওপেনএআই প্রধান বলেন, ডিপসিক একটি ভালো এআই মডেল হলেও এর সক্ষমতা নতুন কিছু নয়। তবে এটি বাজারে আসার পর চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তি নকল করার অভিযোগ উঠেছে।
গত সপ্তাহে ওপেনএআই সতর্ক করে জানায়, চীনের কোম্পানিগুলো উন্নত এআই মডেল নকল করার চেষ্টা করছে, যা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে ওপেনএআই আরও ঘনিষ্ঠভাবে কাজ করছে।