সিরাজগঞ্জে বজ্রপাতে দুই নারীসহ প্রাণ গেল চারজনের
সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝড়ে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া, গালা ইউনিয়নের দুগালি ও উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি কৃষ্ণপুর গ্রামে বজ্রপাতের ঘটনাগুলি ঘটে।
মৃতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামের ছোরমান আলীর স্ত্রী ছাকেরা বেগম, একই গ্রামের আজগর মোল্লার ছেলে হাসেম আলী, একই উপজেলার গালা ইউনিয়নের দুগালি গ্রামের স্কুলছাত্র নাজমুল ইসলাম ও উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের স্কুলছাত্রী মোহনা খাতুন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, আজ বিকেলে জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামে জমিতে ধান কাটছিলেন হাসেম আলী। এ সময় ঝড় উঠে এলে বজ্রপাতে তিনি মারা যান। একই গ্রামের বাড়ির পাশে কাজ করার সময় মারা যান ছাকেরা বেগম।
এদিকে, উপজেলার গালা ইউনিয়নের দুগালি গ্রামে নিজ বাড়ির পাশে ধানের খড় উঠানোর সময় বজ্রপাতে মারা যায় স্কুলছাত্র নাজমুল ইসলাম।
অপরদিকে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে বাড়ির উঠোনে কাজ করার সময় বজ্রপাতে মারা যান মোহনা খাতুন।