সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের তোপের মুখে জেলা প্রশাসক
কুষ্টিয়া সদর উপজেলার বীর ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।
এ সময় জেলা প্রশাসকের উপর ক্ষেপে যান মুক্তিযোদ্ধারা।
সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দুজন বীর মুক্তিযোদ্ধা বক্তব্য দেওয়ার পর জেলা প্রশাসক তৌফিকুর রহমান বক্তব্য দিতে গেলে অন্য মুক্তিযোদ্ধারা হট্টগোল শুরু করেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম টুকুকে সভায় বক্তব্য দিতে দিলে পরিবেশ শান্ত হয়।
মুক্তিযোদ্ধা সূত্রে জানা গেছে, এটা বিজয় দিবসের অনুষ্ঠান, কিন্তু শুধু মাত্র একটি দলের দুজনকে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়। অথচ সেখানে সাবেক কমান্ডারসহ অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধাও উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য দিতে না দেওয়ায় ক্ষুব্ধ হন অনেকেই। এরপর জেলা প্রশাসক বক্তব্য দিতে উঠলে তাঁকে ঘিরে ধরেন অনেকেই।
এ নিয়ে জেলা প্রশাসক তৌফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এটা তেমন কিছু নয়। অনুষ্ঠানের ব্যাপারটা অনেকেরই পছন্দ হয়নি। পরে ঠিক হয়েছে গেছে।’