খাগড়াছড়ি, সাজেকে অন্য রকম যাত্রা
আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি ২০১৭ গুরুকে (মারমা সম্প্রদায়) দাহ করার দিন ধার্য করা হয়েছে। প্রথা অনুযায়ী গুরুর মৃত্যুর পর দীর্ঘদিন (বছরের পর বছর) কফিনে রাখার পর একসময় সাম্প্রদায়িক গুরুরা অনেক দূরের অন্য দেশ থেকে আসেন এবং তাঁদের উপস্থিতিতে এ কাজ সম্পন্ন হয়। এই উপলক্ষে পাহাড়ে বিশেষ মেলা বসে।
এই ভিন্নধর্মী অন্ত্যেষ্টিক্রিয়া দেখার জন্য বহু পর্যটকের সমাগম ঘটে পার্বত্য অঞ্চলে। এ সময় বসে আলাদা রকমের হাট। এই হাটে পাওয়া যায় নানা পণ্যসামগ্রী যা সাধারণত বাজারে পাওয়া যায় না।
ভিন্ন রকমের এই ভ্রমণে যদি যেতে চান, তাহলে নির্দিষ্ট সময়ে নির্ঝঞ্ঝাটে রূপসা ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের সহায়তায় খাগড়াছড়ি, সাজেকে যেতে পারেন। এ ক্ষেত্রে আপনার যাত্রার পূর্ণাঙ্গ দায়িত্ব এবং অন্যান্য কাজের ভার নিয়ে নেবে এই ভ্রমণ সহায়ক প্রতিষ্ঠানটি। এ জন্য আগ্রহীদের একটি নির্ধারিত পরিমাণের ট্যুর ফি দিতে হবে।
বিস্তারিত জানতে রূপসা ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের ফেসবুক পেজে ইভেন্টটি সম্বন্ধে জানতে পারবেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির ঠিকানায় গিয়ে খোঁজ নিতে পারেন—
রূপসা ট্র্যাভেল, রোড নং-১৭, হাউস নং-৩৫ (নিচতলা) নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা ১২২৯,