ঘুরতে যাওয়ায় আছে মানা
অফিসের কাজের চাপে ত্যক্ত-বিরক্ত হয়ে অনেকেরই ইচ্ছে করে সাধের চাকরি ছেড়ে দুনিয়া ঘুরতে বেরিয়ে পড়তে। কিন্তু চাইলেও সবসময় কল্পনার জগতের হাতছানিতে সাড়া দেওয়া যায় না। থাকতে হয় বাস্তবতার সঙ্গেই। ক্যারিয়ার অ্যাডিক্ট ডটকম তাই কিছু পরামর্শ দিয়েছে যেগুলো জানলে আপনার মনে হবে ঘুরতে যাওয়ার চেয়ে কেন চাকরি করাটাই গুরুত্বপূর্ণ
১. পরিবারকে দেখতে হবে
পরিবার সবারই অনেক বড় দায়িত্ব। তাই আপনি চাইলেও লাগামহীন ঘোড়ার মতো ছুটে বেড়াতে পারবেন না। পরিবারের প্রতি আপনার যে দায়িত্ব রয়েছে সেটা পালন করতে হবে আপনাকে। বাবা-মা, ভাই-বোন এবং স্ত্রী-সন্তানদের খেয়াল রাখতে হবে। তাই দায়িত্বের কাছে হেরে যাবে আপনার কল্পনা।
২. ক্যারিয়ারের সর্বনাশ
আপনি অনেক ধৈর্য নিয়ে একটু একটু করে নিজের ক্যারিয়ান গড়েছেন। সময়ের সঙ্গে বেড়েছে আপনার বেতন, পদবি। হুট করে সবকিছু ফেলে ঘুরতে বেরিয়ে পড়তে পারবেন না আপনি, যতই বিশ্ব ভ্রমণের শখ থাকুক আপনার। চাকরি ছাড়ার আগে অন্তত ১০ বার নিজের সঙ্গে বোঝাপড়া করতে হবে আপনাকে। একসময় দেখবেন যুক্তি জিতে যাবে আর আবেগ হেরে যাবে।
৩. ভ্রমণ অত্যন্ত খরচসাপেক্ষ
ভ্রমণ বেশিরভাগ ক্ষেত্রেই বেশ খরচসাপেক্ষ বিষয়। যদি ঘুরতে বের হতেই হয় মনে রাখবেন ফিরে আসতে হবে শূন্য হাতে। হয়তো নিজের সঞ্চয় থেকেও খরচ করতে হতে পারে। এ কথা ভেবেও আপনার ভ্রমণ বিলাসে ছেদ পড়তে পারে।
৪. পরেও ভ্রমণের জন্য সময় পাবেন
ভ্রমণ কোনো প্রতিযোগিতা নয়। আপনার যদি ইচ্ছে আর সামর্থ্য থাকে আপনি পরেও ভ্রমণে যেতে পারবেন আপনার পছন্দের জায়গাগুলোতে। একটু ধৈর্য ধরতে হবে, এটুকুই কষ্ট। চাকরির ফাঁকেই সময় বের করে কাছাকাছি কোথাও থেকে নিয়মিত ঘুরে আসতে পারেন। বিশ্ব ভ্রমণ যদি করতেই চান, সেজন্য নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করুন যাতে আপনি না থাকলেও আপনার দায়িত্ব বা কাজের কোনো ক্ষতি না হয়।