ফুলের গ্রামে একদিন
অফিসের একঘেয়েমি কাজের মাঝে নিজেকে সতেজ করতে চান। ছুটির দিনটায় একটু ঘুরে আসতে চান।তাই একটু ইচ্ছে করলে ভালো সময় কাটাতে পারেন। ঢাকার খুব কাছেই এমন সুন্দর কিছু জায়গা আছে যেখানে কম সময়ের মধ্যে ঘুরে আসতে পারেন, কাটিয়ে আসতে পারেন উপভোগ্য কিছু মুহূর্ত। এমনি একটি জায়গা হচ্ছে নারায়ণগঞ্জের সাবদি গ্রাম। দেশের সব গ্রামই সুন্দর, কিন্তু কিছু গ্রাম এর থাকে আলাদা কিছু বৈশিষ্ট্য। ধরুন সুন্দর একটি রাস্তা ধরে হেঁটে বা গাড়িতে চলছেন আর রাস্তার দুপাশ ঘেষে আছে হলুদ, লাল, সাদাসহ বিভিন্ন রঙের বাহারি ফুল গাছের সারি। তবে আপনার পথচলাটা কতটা আনন্দময় হবে একবার ভাবুন তো। হ্যা, এমনি একটি গ্রাম সাবদি, যা কি না ফুলের গ্রাম সাবদি বলে এলাকার মানুষজন জানে। ওখানে গেলে যে শুধু গ্রাম আর ফুলের বাগান দেখা হবে তা কিন্তু নয়, এর সবচেয়ে অসাধারণ হলো প্রেমতলা, লক্ষ্মণবন্দে নদীর পার, অনায়াসেই এক বিকাল আড্ডা দিয়ে কাটানো যাবে। চাইলে নদীতে নেমে ঝাপাঝাপি করে নিজেকে শীতল করে নিতে পারেন। মন চাইলে কিছুটা সময় নৌকায় ঘুরতে পারেন। আর কিছু বড় বড় দরগাহ দেখা হবে তার মধ্যে অন্যতম কদম রসুল দরগা। খুবই সুসজ্জিত ছিল সিরাজ শাহর মাজার কমপ্লেক্সটি। তা ছাড়াও আছে মতো সোনা কান্দা দুর্গ। এ সবই দেখতে হলে নদী পার হয়ে যেতে হবে। নদীর এই পারে দেখার মতো রয়েছে বিবি মরিয়ম এর মাজার ও হাজীগঞ্জ জল দুর্গ।
যেভাবে যাবেন :
গুলিস্থান জিপিও থেকে নারায়ণগঞ্জ গামী নন এসি উৎসব বা বন্ধন এ ৩৬ টাকা বা এসি বিআরটিসি তে ৪৮ টাকা দিয়ে নারায়ণগঞ্জ গিয়ে একদম শেষ মাথায় বন্দরের কাছে গিয়ে নামবে।এরপর ২ টাকায় ইঞ্জিন নৌকায় বা ৫ টাকায় বইঠা নৌকায় পার হতে পারেন আপনি। তারপর অটোর সাথে আলোচনা করে নিবেন। যাতে তিন বা চার ঘণ্টার মধ্যে সব জায়গায় আপনাদের নিয়ে যায়।আপনি দরদাম করে ভাড়া মিটিয়ে তবেই উঠুন। রিজার্ভ ঘণ্টা প্রতি ১২০-১৫০-এর মতো নিবে। ৬-৮ জন যাওয়া যাবে। মাওরা হোটেল রেল স্টেশন এর সাথেই আছে বোস কেবিন।
ভ্রমণ পরিকল্পনাটি যেভাবে করতে পারেন। সকাল ১০টার মধ্যে নারায়ণগঞ্জে পৌঁছে প্রথমে নদী পার হয়ে জায়গাগুলো ঘুরে দেখবেন। এরপর দুপুর ২টার দিকে ওখান থেকে রওনা হয়ে দুপুর ৩টার মধ্যে নদীর এপারে চলে এসে বিখ্যাত মাওরা হোটেল এ গরু ভুনা আর কচু শাক দিয়ে অসাধারণভাবে এক বেলা খেয়ে নিন। তারপর বের হয়ে নদীর এপারের দৃশ্য দেখুন, ফেরার সময় অবশ্যই সারাজীবন মনে রাখার মতো বোস কেবিনের কাটলেট খেয়ে আসতে ভুলবেন না যেন...