ঢাকায় ৩ দিনের পর্যটন মেলা শুরু ১ ফেব্রুয়ারি
তিন দিনব্যাপী দেশের অন্যতম বৃহত্তম পর্যটন মেলা বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০২৪ (বিটিটিএফ) শুরু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি, যা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজন করছে দেশের পর্যটন শিল্পের শীর্ষ স্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন টোয়াব সভাপতি এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডির সদস্য শিবলুল আজম কোরেশী।
অনুষ্ঠানে জানানো হয়, মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা, তবে ছাত্র-ছাত্রী ও মুক্তিযোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত থাকবে।
এই মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।
সংবাদ সম্মেলনে টোয়াবের প্রথম সহ-সভাপতি মো. এ রউফ, টোয়াবের সহ-সভাপতি সাহেদ উল্লাহ, টোয়াবের পরিচালক (জনসংযোগ) সোহানুর রহমান স্বপন, পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক) মনসুর আলম পারভেজ, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) আবুল ফয়সাল মো. সায়েম, পরিচালক (আইন বিষয়ক) নূরুজ্জামান সুমন, পরিচালক সজীবুল-আল-রাজীব, পরিচালক এস এম বিল্লাল হোসেন সুমন, পরিচালক ইব্রাহীম খলিল নোমান, পরিচালক সাইফুল ইসলাম, বিটিটিএফ স্টিয়ারিং কমিটির কনভেনার ও সদস্যরা এবং টোয়াবের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।