আজ কিয়েভ সফর করবেন শীর্ষ দুই মার্কিন মন্ত্রী : জেলেনস্কি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/24/zelensky.jpg)
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন—যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আজ রোববার কিয়েভ সফর করবেন। তবে, মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ সফরের বিষয়ে কোনো নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি। খবর ভয়েস অব আমেরিকার।
জেলেনস্কি স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল (আজ) মার্কিন কর্মকর্তারা আমাদের সঙ্গে দেখা করতে আসছেন। আমি প্রতিরক্ষামন্ত্রী (লয়েড অস্টিন) ও অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে দেখা করব।’
জেলেনস্কির দাবি সত্য হলে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর এটাই হতে যাচ্ছে মার্কিন সরকারের কর্মকর্তাদের প্রথম কোনো আনুষ্ঠানিক সফর।
অন্যদিকে, ব্রিটিশ কর্মকর্তারা শনিবার বলেছেন, রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে আক্রমণের ঘোষণা করা সত্ত্বেও, নতুন কোনো উল্লেখযোগ্য অর্জন করতে পারেনি।
এ ছাড়া ইউক্রেন রোববার অর্থোডক্স ইস্টারের আগে দেশব্যাপী কারফিউ ঘোষণা করেছে। দেশটি আরও জানিয়েছে, রুশ বাহিনী অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টায় বাধা দিয়েছে।
মারিউপোল শহরের কর্মকর্তা পেট্রো আন্দ্রিউশচেঙ্কো টেলিগ্রামে, ‘উচ্ছেদ প্রক্রিয়া ব্যর্থ হয়েছিল’ উল্লেখ করে বলেছেন, প্রায় ২০০ মানুষ নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সরকার নির্ধারিত এলাকায় জড়ো হয়েছিল, কিন্তু রুশ বাহিনী সেখান থেকে তাদের ‘ছত্রভঙ্গ’ করে দেয়।
ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, রুশ বাহিনী মারিউপোলে একটি ইস্পাত কারখানায় হামলা চালানোর চেষ্টা করে। অবরুদ্ধ শহরটিতে প্রতিরোধের এটিই সর্বশেষ স্থান, যা মস্কোর জন্য কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ। রাশিয়ার সামরিক বাহিনী মারিউপোলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেলে ইউক্রেনীয়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর হারাবে।
এদিকে, রাশিয়া শনিবার কৃষ্ণ সাগরের বন্দরনগর ওডেসায় অন্তত ছয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে পাঁচ জন নিহত হয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সৈন্যরা ওডেসার একটি ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো থেকে ইউক্রেনীয় সেনাদের কাছে পাঠানো অস্ত্র মজুদ ছিল।
ইউক্রেন কর্মকর্তারা শনিবার দাবি করেছেন, ইউক্রেনে এ পর্যন্ত ২১ হাজার ৬০০ রুশ সেনা মারা গেছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘যুদ্ধের অবসান’ ঘটানোর লক্ষ্যে আবারও বৈঠকের আহ্বান জানিয়েছেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/04/24/zelensky-inside.jpg)
জেলেনস্কি শনিবার কিয়েভের কেন্দ্রস্থলে একটি মেট্রো স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি, যিনি এ যুদ্ধ শুরু করেছেন, তিনিই এটি শেষ করতে পারবেন।’
জেলেনস্কি জানান, যদি তিনি পুতিনের সঙ্গে সাক্ষাত করলে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি সম্পাদনের পথ উন্মুক্ত হয়, তাহলে তিনি ‘সাক্ষাৎ করতে ভয় পান না।’