আরেকটি যুদ্ধের ভার বহনের ক্ষমতা নেই এ অঞ্চলের
ইরান বলেছে, নতুন করে এ অঞ্চলের আরেকটি যুদ্ধের ভার বহন করার ক্ষমতা নেই। গতকাল থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরুর প্রেক্ষাপটে তেহরান এ বক্তব্য দিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ আজ সোমবার বলেন, ‘আমাদের সীমান্তে অব্যাহত সামরিক সংঘাত আমরা সহ্য করতে পারি না। এ অঞ্চলকে শান্ত রাখার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’
আজ দ্বিতীয় দিনের মতো আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। এ পর্যন্ত বহু মানুষ নিহত এবং কয়েকজন আহত হয়েছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, সংঘাতে আর্মেনিয়ার তরফে ২০০ মানুষ আহত হয়েছে। এ ছাড়া, আর্মেনিয়া সমর্থিত গেরিলাগোষ্ঠী ঘোষণা করেছে, রাতভর সংঘর্ষ তাদের ১৬ জন যোদ্ধা নিহত এবং ১০০ জন আহত হয়েছে।
ইরানের উত্তর-পশ্চিম সীমান্তে খোদা-আফারিন অঞ্চলের একটি বাড়ির কাছে দুটি রকেট এসে পড়ে। এসব ঘটনা ওই এলাকার ইরানি জনগণের মধ্যে এক রকমের উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করেছে।
এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আংশিক সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সংঘাতময় এ পরিস্থিতিতে তেহরান দুই দেশকে যত দ্রুত সম্ভব সেনা সরিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, সামরিক সমাধান স্থায়ী কোনো সমাধান দিতে পারে না। সেই সঙ্গে এ সংঘাতে দুঃখজনকভাবে বেসামরিক জনগণই প্রধান লক্ষ্যবস্তু।