আল কায়েদার শীর্ষ নেতা ইরানে নিহত : নিউইয়র্ক টাইমস
আফ্রিকায় ১৯৯৮ সালে মার্কিন দূতাবাসে হামলায় অভিযুক্ত আল কায়েদা নেতা আব্দুল্লাহ আহমেদ আবদুল্লাহ ওরফে আবু মোহাম্মদ আল-মাসরিকে ইরানে ঢুকে ইসরায়েলি গোয়েন্দারা হত্যা করেছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
তিন মাস আগে চলতি বছরের আগস্টে তেহরানে মোটরসাইকেলে করে দুই ইসরায়েলি গোয়েন্দা সদস্য গুলি করে আল-মাসরিকে হত্যা করে।
এ সময় ইসরায়েলি গোয়েন্দাদের গুলিতে আল-মাসরির মেয়ে, ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের স্ত্রীও নিহত হন বলে জানায় নিউইয়র্ক টাইমস। তবে ইরান এমন খবরের ভিত্তি নেই বলে জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানে কোনো সন্ত্রাসী নেই।’
কট্টরপন্থি ইসমামী সশস্ত্র সংগঠন আল কায়েদার বর্তমান নেতা আইমান আল জাওয়াহিরির স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল আব্দুল্লাহ আহমেদ আবদুল্লাহ ওরফে আবু মোহাম্মদ আল-মাসরির।