ইমরান খানের স্ত্রী বুশরাও করোনায় আক্রান্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/21/6056ad69ac003.jpg)
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার তাঁর স্ত্রী বুশরা বিবিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার বুশরা বিবির করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
এর আগে গতকাল শনিবার ইমরান খানের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইমরান খানের প্রবাসী পাকিস্তানি-বিষয়ক বিশেষ সহকারী সৈয়দ জুলফি বুখারির টুইটের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশিত হয়। টুইটে সৈয়দ জুলফি বুখারি লেখেন, ‘আমাদের ফার্স্ট লেডি ও প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাঁদের দুজনকেই দ্রুত সুস্থতা দান করুন।’
শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইটে ইমরান খানের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। টুইটে তিনি জানিয়েছিলেন, ‘ইমরান খান বর্তমানে তাঁর নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।’
এদিকে গত বৃহস্পতিবার করোনাভাইরাসের টিকা নেন ইমরান খান। তিনি চীনে তৈরি সিনোফার্মার টিকা নিয়েছিলেন।
পাকিস্তানে বর্তমানে করোনার তৃতীয় ঢেউ চলছে। দেশটিতে এ পর্যন্ত ছয় লাখ ২৩ হাজার ১৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ হাজার ৭৯৯ জন।
দেশটিতে চলতি মাসের শুরু থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যুক্তরাজ্যের করোনাভাইরাসের নতুন ধরনের কারণে এই ঢেউ বৃদ্ধি পেয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।