ইসরায়েলি সাংবাদিক মক্কায় প্রবেশ, সৌদি নাগরিক আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/22/saudi.jpg)
ইসরায়েলি ও মার্কিন যৌথ নাগরিকত্বধারী সাংবাদিক মক্কায় প্রবেশের ঘটনায় এক সৌদি নাগরিক আটকের ঘটনা ঘটেছে। সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী ওই ব্যক্তিকে আটক করে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা অমান্য করে মক্কা নগরীতে ইসলামের পবিত্র স্থান মসজিদে কাবা এলাকায় ঢুকে টিভি প্রতিবেদন করেন ইসরায়েলি সাংবাদিক গিল তামারি। ইসরায়েলি এই সাংবাদিকের সঙ্গে এক ব্যক্তি ছিলেন, যাকে স্থানীয় গাইড বলে মনে হয়েছে। তবে, তাকে যাতে শনাক্ত করা না যায়, সেজন্য তার মুখ ঝাপসা করে টেলিভিশনে দেখানো হয়। ধারণা করা হচ্ছে,
এ ঘটনা সংবাদমাধ্যমে আসার পর মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্মা দেয়।
পরে আজ শুক্রবার এসপিএ জানায়, মক্কার পুলিশ এক সৌদি নাগরিককে আটক করে বিচার বিভাগকে জানিয়েছে। নিষেধাজ্ঞা থাকার পরও ওই ব্যক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নাগরিকত্বধারী এক অমুসলিমকে মক্কায় ঢুকতে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/22/saudi-insaartt.jpg)
ইসরায়েলের ‘চ্যানেল ১৩ নিউজ’ টেলিভিশনে গত রোববার মক্কা নিয়ে প্রতিবেদনটি প্রচারিত হয়। চ্যানেল ১৩ নিউজ’র আন্তর্জাতিক বিভাগের প্রধান গিল তামারি গাড়ি চালিয়ে ইসলামের পবিত্রতম মসজিদে কাবার প্রবেশদ্বার এলাকায় যান। ১০ মিনিটের প্রতিবেদনে তিনি ওই এলাকার চারপাশের পরিস্থিতি দেখান।
পরে জাবালে রহমতে আরোহন করেন তিনি। সেখান থেকে আরাফাতের ময়দান দেখান। টিভি প্রতিবেদনে পবিত্র এসব স্থান সম্পর্কে তিনি বিভিন্ন তথ্য জানান।