ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে সৌদি
সৌদি আরবের বিভিন্ন নগরী লক্ষ্য করে ইয়েমেনের বিদ্রোহীদের চালানো ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে রিয়াদ। এটি ছিল ইয়েমেন বিদ্রোহীদের সর্বশেষ আন্তসীমান্ত হামলা : খবর : এএফপি।
সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএস) বৃহস্পতিবার পরিবেশিত জোটের এক বিবৃতিতে বলা হয়, ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহী গ্রুপ এসব ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকির বরাত দিয়ে এসপিএ বলে, ‘তারা সৌদি আরবের বিভিন্ন নগরী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।’
তিনি আরো বলেন, ‘ইয়েমেনের রাজধানী সানা হুতি বিদ্রোহীদের একটি ঘাঁটিতে ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কেন্দ্রে পরিণত হয়েছে। আর এসব ক্ষেপণাস্ত্রের প্রধান লক্ষ্য সৌদি আরব।’
সৌদি আরব শক্তিশালী বিভিন্ন অস্ত্র হুতি বিদ্রোহীদের কাছে সরবরাহ করায় ইরানকে দায়ী করে। অন্যদিকে তেহরান তাদের বিরুদ্ধে উত্থাপিত রিয়াদের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।