এক লাখ ব্যারেল তেল উৎপাদন বাড়াতে যাচ্ছে ওমান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/06/04/omaan.jpg)
ওমানের জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী মোহাম্মদ বিন হামাদ আল-রুমহি। ছবি : রয়টার্স
নতুন করে তেল অনুসন্ধান কার্যক্রম হাতে নিয়েছে ওমান। এর ফলে আগামী দুই থেকে তিন বছরে ৫০ হাজার থেকে এক লাখ ব্যারেল তেল উৎপাদন বাড়াতে পারবে দেশটি। ওমানের জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী মোহাম্মদ বিন হামাদ আল-রুমহির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শনিবার এ তথ্য জানায়।
বর্তমানে ওমানের হাতে ৫ দশমিক ২ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও ২৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/06/04/omaan-insaartt.jpg)
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে ইউরোপসহ পশ্চিমা বড় বড় অর্থনীতির দেশ রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে। এর ফলে আরব তেলের বাজারে ক্রেতা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এরই মধ্যে সৌদি আরবসহ অন্যান্য দেশের তেল বিক্রি বেড়েছে বলেও জানা গেছে।