এবার ন্যাটোর সদস্যপদে আবেদনের কথা জানাল সুইডেন
ইউরোপভিত্তিক সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার জন্য সুইডেন আবেদন করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যাগড্যালেনা অ্যান্ডারসন। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই সুইডেনের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে এসে এ ঘোষণা দেন। বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়।
ন্যাটোয় আবেদনের বিষয়ে আগামীকাল সোমবার পার্লামেন্টে সমর্থন চাইবেন বলে জানান সু্ইডেনের প্রধানমন্ত্রী ম্যাগড্যালেনা অ্যান্ডারসন।
এদিকে, ন্যাটোর সদস্য হতে হলে ৩০ দেশেরই সমর্থনের প্রয়োজন হয়। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপের সব দেশই চাইছে সুইডেন ফিনল্যান্ড ন্যাটোর সদস্যভুক্ত হোক। সামরিক জোটটির নিয়ম অনুযায়ী নতুন সদস্য নিতে বর্তমান সব সদস্যের সমর্থন দরকার হয়। এ ক্ষেত্রে বাধ সেধেছে তুরস্ক। তুরস্কের সঙ্গেও আলোচনার মাধ্যমে ভালো কোনো সমাধানে পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেছেন সু্ইডেনের প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগড্যালেনা অ্যান্ডারসন বলেন, ‘বাল্টিক অঞ্চলে যদি ন্যাটোর সদস্য নয়, এমন একমাত্র দেশ যদি সুইডেন হয়, তাহলে তা সুইডেনের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ন্যাটোর আনুষ্ঠানিক সদস্যপদের মাধ্যমে নিরাপত্তা নিশ্চয়তা দরকার রয়েছে সুইডেনের।’
সুইডেনের প্রধানমন্ত্রী বলেন, ‘ন্যাটোর সদস্য হতে চাওয়াটা রাশিয়ার বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপ নয়।’
এর আগে আজ রোববার হেলসিংকিতে প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক সংবাদ সম্মেলন করে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করার ঘোষণা দেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন।
যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে ফিনল্যান্ডের ন্যাটো সদস্য হওয়ার উদ্যোগকে ভুল হিসেবে আখ্যায়িত করেছিলেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউরোপের ন্যাটো বহির্ভূত দুই দেশ ফিনল্যান্ড ও সুইডেন সামরিক জোটটিতে যোগ দেওয়ার নিয়ে আলোচনা শুরু করে।