ওবামা, বিল গেটসসহ বহু প্রভাবশালীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক!
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারের তথ্য নিরাপত্তায় বড়সড় হামলা। একরাতে হ্যাক হয়ে গেল একঝাঁক প্রভাবশালী ব্যক্তিত্বের টুইটার অ্যাকাউন্ট। তালিকায় নাম রয়েছে বিল গেটস, বারাক ওবামা, জো বিডেন, জেফ বেজোস, এলন মাস্ক, সিলিকন ভ্যালির সংস্থা অ্যাপেল, মাইক ব্লুমবার্গের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের।
সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, প্রত্যেকের অ্যাকাউন্ট থেকেই একইরকম টুইট করেছে হ্যাকাররা। যা কি না বড়সড় প্রতারণার ফাঁদ।
বুধবার রাতে বারাক ওবামা, বিল গেটস, জেফ বেজোসদের মতো প্রথম সারির বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের টুইটার হ্যান্ডেল থেকে একইরকম ‘প্রতারণামূলক’ টুইট করে হ্যাকাররা। যাতে বলা হয়, ‘আপনারা আমাকে অনেককিছু দিয়েছেন। তাই করোনা পরিস্থিতির কথা ভেবে আমিও আপনাদের কিছু ফেরত দিতে চাই। আগামী আধ ঘণ্টার মধ্যে আমার অ্যাকাউন্টে যদি কেউ এক হাজার ডলার পাঠায়, তাহলে আমি তাকে দুই হাজার ডলার দেব।’
এই টুইটগুলোর সঙ্গে একটি করে লিংকও দেওয়া হয়েছিল। এলন মাস্কসহ অন্য সেলিব্রিটিদের টুইটার অ্যাকাউন্ট থেকেও একইরকম টুইট করা হয়। যা দেখে রীতিমতো বিভ্রান্ত হয়ে যান তাদের ফলোয়াররা।
পরে জানা যায়, একসঙ্গে বহু প্রভাশালীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। টুইটার কর্তৃপক্ষও নিরাপত্তার খাতিরে ব্যাপারটা স্বীকার করে নেয়। তারা দ্রুত টুইটগুলো ডিলিট করে দিলেও, অ্যাকাউন্টগুলো এখনো পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি।
ভার্চুয়াল দুনিয়ায় হ্যাকিং অত্যন্ত পরিচিত শব্দ। এর আগে হ্যাকাররা বহু বড় বড় ঘটনার জন্ম দিয়েছে। তবে প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ক্রিপ্টো কারেন্সির বিনিয়োগের এমন আবেদন অভিনব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।