ওরা মূর্খ : ফ্রান্সের উদ্দেশে ইরানি স্পিকার
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অবমাননাকর কার্টুন ছাপা নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের খবরে এমনটি জানানো হয়েছে।
নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে মোহাম্মাদ বাকের কলিবফ লিখেছেন, ‘শুধু মুসলমানরা নন, সেইসঙ্গে বিশ্বের সব একেশ্বরবাদী মানুষ সমস্বরে রহমতের নবী (সা.)-এর প্রতি ফ্রান্সের মূর্খ শাসকগোষ্ঠীর অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। নীচু প্রকৃতির এই লোকগুলোর এ ধরনের ধৃষ্টতা প্রমাণ করে, তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এবং তারা সকল ঐশী ধর্মের শত্রু।’
এদিকে, ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকটি আরব দেশ ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে।
চলতি মাসের শুরুতে ম্যাক্রোঁ ‘ইসলামপন্থি বিচ্ছিন্নতাবাদ’ বিরোধী লড়াইয়ের নামে ইসলাম নিয়ে বক্তব্যের জেরে আরবজুড়েই ফরাসি পণ্য বর্জনের হিড়িক পড়েছে।
ম্যাক্রোঁ বিশ্বব্যাপী ইসলামকে একটি ‘সংকটের’ ধর্ম হিসেবে বর্ণনা করেছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন ম্যাক্রোঁ। বিশ্বনবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেছেন।