ওয়াল স্ট্রিটের সাংবাদিক হত্যার প্রধান অভিযুক্ত ওমরকে মুক্তি দিল পাকিস্তান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/28/paakistaan.jpg)
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যায় অভিযুক্ত আহমেদ ওমর সাইদ শেখকে মুক্তির আদেশ দিয়েছেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত।
আজ বৃহস্পতিবার তিন বিচারকের একটি প্যানেল ওমরকে মুক্তির আদেশ দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুধু ওমর সাইদই নয়, পার্ল হত্যার সব অভিযুক্তকে মুক্তির রায় দেওয়া হয় এদিন।
২০০২ সালে করাচিতে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোপ্রধান পার্লকে (৩৮) অপহরণের পর হত্যার প্রধান সন্দেহভাজন ছিলেন ওমর সাইদ। আইনজীবীদের বরাতে রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার মার্কিন এই সাংবাদিককে শিরশ্ছেদ করার অভিযোগে দোষী একজনকে মুক্তির আদেশ দিয়েছেন। দেশটির সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে মর্মাহত তাঁর পরিবার।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/28/paakistaan-1.jpg)
আদালতের তিনজন বিচারকের দুজনই অভিযুক্ত সব আসামিকে মুক্তির নির্দেশ দিয়েছেন বলে প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল সালমান তালিবুদ্দিন রয়টার্সকে জানিয়েছেন। আদালত প্যানেলের প্রধান বিচারপতি মুশির আলম আদালতের আদেশে জানিয়েছেন, ওমর সাইদ ও অন্যান্য আসামিকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। তবে যদি অন্য কোনো মামলায় অভিযুক্ত না হন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে হামলার পর করাচিতে জঙ্গিদের নিয়ে প্রতিবেদন করতে কাজ করছিলেন পার্ল। তখনই তাঁকে অপহরণ করা হয়েছিল। তাঁকে অপহরণ করার কয়েক সপ্তাহ পর শিরশ্ছেদ করার একটি ভিডিও প্রকাশিত হয়। এর পরই বিশ্বগণমাধ্যমের শিরোনামে উঠে আসে তাঁর হত্যাকাণ্ডের খবর।