করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন মোদি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/08/modi.jpg)
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : টুইটার থেকে নেওয়া
নভেল করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার সকালে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) গিয়ে করোনার টিকা কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নেন তিনি। এক টুইটবার্তা আজ সকালে এ খবর জানান মোদি।
ওই টুইটে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার একটি মুহূর্তের ছবি যুক্ত করে মোদি লেখেন, ‘আজ এআইআইএমএস-এ কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাসটি মোকাবিলায় হাতেগোনা কয়েকটি উপায়ের মধ্যে টিকাকরণ একটি। আপনি যদি উপযুক্ত হন, তাহলে টিকা নিন।’
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এর আগে গত ১ মার্চ এআইআইএমএস-এ কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন মোদি। প্রথম ডোজ নেওয়ার ৩৯ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নিলেন তিনি।