করোনার টিকা সনদ থেকে মোদির ছবি সরাতে বলল ভারতের নির্বাচন কমিশন
ভারতে নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনের সনদ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সরাতে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম ও পদুচেরিতে ২৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া রাজ্যসভার নির্বাচনকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন।
কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো এক চিঠিতে করোনাভাইরাসের ভ্যাকসিনের সার্টিফিকেট ছবিহীন করার বা সংশোধনের কথাও বলেছে ভারতীয় নির্বাচন কমিশন।
এর আগে ভোটে জিততে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছেন বলে নির্বাচন কমিশনে অভিযোগ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।
তখন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন ভারতীয় স্বাস্থ্যমন্ত্রীকে সনদ থেকে প্রধানমন্ত্রীর ছবি সরানোর নির্দেশ দিয়েছিল।