করোনায় ‘মৃত’ ব্যক্তি বাড়ি ফিরলেন ২ বছর পরে
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন এক ব্যক্তি। এর জন্য হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই ওই ব্যক্তি মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। মরদেহ দেওয়া হয় মৃতের পরিবারকে। ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে মৃত ব্যক্তির শেষকৃত্য করে পরিবার। তবে, মারা যাওয়ার দুবছর বাদে বাড়ি ফিরেছেন ওই ব্যক্তি। ঘটনাটি ভারতের মধ্য প্রদেশের দার জেলার। আজ রোববার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
হাসপাতাল থেকে মৃত বলে জানানো ওই ব্যক্তির নাম কমলেশ পাতিদার (৩৫)। গতকাল শনিবার সকাল ৬টার দিকে কারোদকালা গ্রামের মামীর বাড়ির দরজায় কড়া নাড়েন তিনি। শেষকৃত্যের প্রায় দুবছর পর বাড়ি ফিরেছেন তিনি। পরিবারটির একজন সদস্য এসব তথ্য জানিয়েছেন।
কমলেশের চাচাতো ভাই মুকেশ পতিদার বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় মহামারিতে আক্রান্ত হয়ে গুজরাট হাসপাতালে ভর্তি হয় আমার ভাই। পরে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মরদেহ হস্তান্তর করে। আমাদের পরিবার কমলেশের শেষকৃত্য করে। তবে, এখন সে ফিরে এসেছে। এতদিন সে কোথায় ছিল তা এখনও জানায়নি।’
পরিবারের বরাতে কানওয়ান পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম সিং বলেন, ‘২০২১ সালে কমলেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। এরপরেই তাকে গুজরাটের ভাদোদারার হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড সংক্রমণে তার মৃত্যু হয় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। পরে হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সদস্যরা শেষকৃত্য করে ও গ্রামে ফিরে আসে।’
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ‘বাড়িতে ফেরার পরই কমলেশের পরিবার নিশ্চিত হয়, তিনি বেঁচে আছেন। আমরা ইতোমধ্যে ওই ব্যক্তির জবানবন্দি নিয়েছি।’