খাইবার পাখতুনখাওয়ার গভর্নর শাহ ফারমানের পদত্যাগ
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর শাহ ফারমান পদত্যাগ করেছেন। আজ সোমবার প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
শাহ ফারমান খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ৩২তম গভর্নর ছিলেন। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর তিনি গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন। খবর জিও নিউজের।
এ ছাড়া পাঞ্জাব প্রদেশের গভর্নর ওমর সরফরাজ চিমা ও সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইলও পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) সভাপতি শাহবাজ শরিফ। আজ সোমবার বিকেলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তাঁর পক্ষে ১৭৪টি ভোট পড়ে।
একদিন আগে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতারা এ সময় অধিবেশন বর্জন করেন।
পার্লামেন্টে এই ভোটাভুটিতে শাহবাজ শরিফের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন পিটিআইয়ের সহসভাপতি ও সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তাঁর নেতৃত্বে পিটিআইয়ের আইনপ্রণেতারা অধিবেশন বর্জন করায় শাহবাজের আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। পরে ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ১৭২ জন সদস্যের সমর্থন লাগে, সেখানে ১৭৪ জনের রায় পেয়েছেন শাহবাজ শরিফ।
এর মধ্য দিয়ে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ। আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রতি আলোচিত হলেও দেশের ভেতরে প্রশাসনিক দক্ষতার জন্য আগে থেকেই শাহবাজ শরিফের সুনাম ছিল।