গিলগিট-বালতিস্তানে জয়ের পথে ইমরান খানের দল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/11/16/pakistan.jpg)
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের গিলগিট-বালতিস্তানে গতকাল রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সোমবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফলে এগিয়ে আছে দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে জানায়, গিলগিট-বালতিস্তানের মোট ২৩টি আসনের মধ্যে নয়টি আসন পেয়ে এগিয়ে আছে প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তিনটি, পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) দুটি, মজলিস ওয়াহদাত-ই মুসলিমিন (এমডব্লুএম) একটি এবং জমিয়তে ওলেমা-ই ইসলাম একটি আসনে জয় পেয়েছে।
রোববারের সর্বশেষ অনানুষ্ঠানিক খবরে বলা হয়েছে, পিপিপি ও পিএমএল-এন কিছু অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছে। তবে ভোট বেশিরভাগ ক্ষেত্রে শান্তিপূর্ণই ছিল বলে জানিয়েছে দলগুলো।
এদিকে পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞরা এ নির্বাচনকে দেশের তিনটি প্রধান রাজনৈতিক দল পিটিআই, পিএমএল-এন এবং পিপিপির জনপ্রিয়তা মাপার একটি পরীক্ষার ছিল বলে মন্তব্য করেছেন। সরকারবিরোধী জোট পিডিএম এ নির্বাচনে অংশ না নেওয়ায় দেশটির দুটি প্রধান বিরোধী দল পিপিপি এবং পিএমএল-এন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে প্রচার চালিয়েছিল দলটি। তবে নির্বাচনের পরে পিপিপি ভোটে অনিয়মের অভিযোগ তুলেছে।