চীনের বর্তমান জনসংখ্যা কত দাঁড়াল জানেন?

চীনে ক্রমাগতভাবে জন্মহার কমতে থাকলেও গত বছর প্রথমবারের মতো দেশটির জনসংখ্যা ১ দশমিক ৪ বিলিয়ন (১৪০ কোটি) ছাড়িয়ে গেছে।
গতকাল শুক্রবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০১৯ সালের শেষ নাগাদ চীনের জনসংখ্যা ১ দশমিক ৪০০০৫ বিলিয়নে পৌঁছেছে।
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের কর্মক্ষম জনসংখ্যা অর্থাৎ ১৬ থেকে ৫৯ বছর বয়সী মানুষের সংখ্যা ২০১৮ সালের তুলনায় গত বছর ৮৯৬ দশমিক ৪ মিলিয়ন থেকে কমে হয়েছে ৮,৯০,০০০।
এ ছাড়া ৬০ বছর বা তার বেশি বয়সের মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৪.৩৯ মিলিয়ন। যা মোট জনসংখ্যার ১৮ দশমিক ১ শতাংশ।
এর আগে উন্নয়ন লক্ষ্যে পৌঁছানোর আগেই দেশের বেশিরভাগ মানুষ বৃদ্ধ হয়ে যাবে এমন আশঙ্কায় ২০১৬ সালে দীর্ঘদিন ধরে চলে আসা এক-সন্তান নীতি বাতিল করে চীন।