জনসনের বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর : গবেষণা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/31/jj.jpg)
জনসন অ্যান্ড জনসনের তৈরি কোভিড টিকার বুস্টার ডোজ করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে ৮৫ ভাগ কার্যকর।
সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বলছে—দক্ষিণ আফ্রিকা সরকার জনসনের কোভিড টিকার বুস্টার ডোজ সংক্রান্ত একটি গবেষণার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করেছে। এতে বলা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিল ৬৯ হাজার স্বাস্থ্যকর্মীর স্বাস্থ্য পরীক্ষা করেছে। এই কর্মীরা জনসনের তৈরি ভ্যাকসিন নিয়েছিলেন। এক ডোজের এই করোনার টিকার বুস্টার ডোজও দেওয়া হয়েছে ওই স্বাস্থ্য কর্মীদের। এরপর তাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে যারা টিকা নেননি এমন ব্যক্তিদের। গত ১৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় এ গবেষণা চালানো হয়েছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/12/31/jj_inside.jpg 687w)
যদিও জনসনের টিকার বিষয়ে বেশকিছু ঝুঁকির কথাও এর আগে জানিয়েছিলেন বিশেষজ্ঞেরা। এমনকি জনসনের এই করোনার ভ্যাকসিন নেওয়ার পর জটিলতা দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্র এ ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম বন্ধও করে দেয়। একই ধরনের পদক্ষেপ নেয় ইউরোপের দেশগুলোও।