ট্রাম্পের ভোট কারচুপির অভিযোগ নাকচ করে দিলেন নির্বাচনী কর্মকর্তারা
মার্কিন নির্বাচনী কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ভোট জালিয়াতির অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন। কর্মকর্তারা বলেছেন, এবার ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন’ অনুষ্ঠিত হয়েছে। এক বিবৃতিতে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য নির্বাচনী কর্মকর্তারা বলেছেন, ভোটিং পদ্ধতিতে কোনো গরমিল, ভোট সরিয়ে ফেলা কিংবা ভোট বদলের কোনো প্রমাণ পাওয়া যায়নি; কোনো ধরনের আপস-রফাও হয়নি।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের পর থেকে ভোট জালিয়াতির অভিযোগ করে আসা প্রেসিডেন্ট ট্রাম্প আবার নতুন করে কোনো প্রমাণ ছাড়াই ২৭ লাখ ভোট সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তোলার কয়েক ঘণ্টা পর নির্বাচনী কর্মকর্তাদের এই বিবৃতি এল। সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়।
বিবিসি জানায়, যৌথভাবে বিবৃতিটি প্রকাশ করেছে ‘ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট কো-অর্ডিনেটিং কাউন্সিল’। এই কাউন্সিলে আছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ‘ইলেকশন অ্যাসিসট্যান্স কমিশন’ এবং অঙ্গরাজ্য পর্যায়ের কর্মকর্তারা—যাঁরা নির্বাচন তদারকি করেছেন।
এই বিবৃতির মধ্য দিয়ে কেন্দ্র ও অঙ্গরাজ্যের কর্মকর্তারা নির্বাচনে প্রেসিডেন্টের ভোট জালিয়াতির অভিযোগ একেবারে সরাসরি খারিজ করে দিলেন। এ মুহূর্তে চূড়ান্ত ফল ঘোষণার আগে দেশজুড়ে গোটা নির্বাচন প্রক্রিয়া আবার ভালো করে খতিয়ে দেখা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
মার্কিন নির্বাচনে জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনা শেষ হয়েছে। এর মধ্যে জর্জিয়ায় জয় নিশ্চিত করেছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এবং নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
এদিকে ভোট গণনার সর্বশেষ খবর অনুযায়ী, জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনায় ফের সেখানকার দখল নিয়েছেন জো বাইডেন। এখানে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৬টি। ফলে সব অঙ্গরাজ্যের ভোট গণনা শেষে বাইডেনের ঝুলিতে পড়ল ৩০৬টি ইলেকটোরাল ভোট। অন্যদিকে, নর্থ ক্যারোলাইনায় ভোট পুনর্গণনায় আরো ১৫টি ইলেকটোরাল ভোট নিয়ে ট্রাম্প পেলেন মোট ২৩২টি ইলেকটোরাল ভোট। এর আগে এ দুই অঙ্গরাজ্যে ট্রাম্প ও জো বাইডেনের ভোটের ব্যবধান অল্প হওয়ায় ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। জর্জিয়ায় পুনরায় ভোট গণনার পর বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট এবং ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট। ১৯৯২ সালের পর এ অঙ্গরাজ্যে কোনো ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জয় পেলেন। এ ছাড়া নর্থ ক্যারোলাইনায় আবারো ভোট গণনার পর ট্রাম্প পেয়েছেন ৫০ শতাংশ ভোট এবং বাইডেন পেয়েছেন ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট। এ অঙ্গরাজ্যে সচরাচর রিপাবলিকানরা এগিয়ে থাকে।
এর আগে ২৭০টি ইলেকটোরাল ভোট পাওয়ার পরই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। আজ ১৪ নভেম্বর ইলেকটোরাল কলেজ সদস্যরা ভোট দেওয়ার আগ পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে প্রতিবারের নির্বাচনে বিজয়ী ঘোষণার কাজটি মার্কিন গণমাধ্যমগুলোই করে থাকে।