ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদবিরোধীদের সংষর্ঘে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবাদবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের কর্মীদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। শনিবার সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ঘটনার ছবিতে দেখা গেছে চিকিৎসকরা আহত যে ব্যক্তির চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন তিনি একজন শ্বেতাঙ্গ। নিহতের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এ ছাড়া গুলির ঘটনাটি বিক্ষোভের সঙ্গে জড়িত কি না, তাও নিশ্চিত করে জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
কিছু দিন ধরে পোর্টল্যান্ডের রাজপথে টানা বিক্ষোভ চলছে। ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহতের পর পুলিশি নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শহরটি। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভটি যুক্তরাষ্ট্র ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।
জুলাই মাসে পোর্টল্যান্ডে সেনাবাহিনী পাঠান ট্রাম্প। সহিংসতা বন্ধের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। টানা তৃতীয় শনিবার সর্বশেষ ট্রাম্প সমর্থকদের সঙ্গে এই সংঘর্ষ হলো।
এক বিবৃতিতে পোর্টল্যান্ড পুলিশ জানিয়েছে, গুলির শব্দ শুনতে পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হন। সেখানে বুকে গুলিবিদ্ধ একজনকে পাওয়া গেছে।